স্যামাথি (প্রাকৃতিক উপগ্রহ)
আবিষ্কার[১][২] | |
---|---|
আবিষ্কারক | |
আবিষ্কারের তারিখ | ২০০৩ |
বিবরণ | |
উচ্চারণ | /ˈsæməθiː/ |
নামকরণের উৎস | Ψαμάθη স্যামাথি |
বিকল্প নামসমূহ | এস/২০০৩ এন ১ |
বিশেষণ | স্যামাথীয় /sæməˈθiːən/ |
কক্ষপথের বৈশিষ্ট্য[৩] | |
যুগ ১০ জুন, ২০০৩ | |
অর্ধ-মুখ্য অক্ষ | ৪৬.৭০৫ জিএম |
উৎকেন্দ্রিকতা | ০.৪৬১৭ |
কক্ষীয় পর্যায়কাল | −৯১২৮.৭৪ ডি (২৪.৯ এ) |
নতি | ১৩৭.৬৭৯° |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
প্রতিফলন অনুপাত | ০.০৪ (অনুমিত)[৪] |
স্যামাথি (ইংরেজি: Psamathe; /ˈsæməθiː/) বা নেপচুন ১০ (ইংরেজি: Neptune X) হল নেপচুন গ্রহের একটি পশ্চাদমুখী অনিয়মিত প্রাকৃতিক উপগ্রহ। এটির নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণে উল্লিখিত অন্যতম নিরিড স্যামাথির নামানুসারে। ২০০৩ সালে ৮.২ মিটার সুবারু টেলিস্কোপ ব্যবহার করে স্কট এস. শেফার্ড ও ডেভিড সি. জেউইট স্যামাথি আবিষ্কার করেন।[৪] ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি এটির আনুষ্ঠানিক নাম ঘোষিত হওয়ার আগে পর্যন্ত এটি পরিচিত ছিল এস/২০০৩ এন ১ (ইংরেজি: S/2003 N 1) নামে।[৫]
স্যামাথির ব্যাস প্রায় ৩৮ কিলোমিটার।[৬] এটি ২ কোটি ৫৭ লক্ষ থেকে ৬ কোটি ৭৭ লক্ষ কিলোমিটার দূর থেকে (উল্লেখ্য, সূর্য ও বুধ গ্রহের মধ্যবর্তী দূরত্বের তুলনামূলক পার্থক্য ৪ কোটি ৬০ লক্ষ থেকে ৬ কোটি ৯৮ লক্ষ কিলোমিটার) নেপচুনকে প্রদক্ষিণ করে চলেছে। একবার প্রদক্ষিণ করতে স্যামাথির সময় লাগে পৃথিবীর হিসেবে প্রায় ২৫ বছর। এই উপগ্রহটির কক্ষপথ কোনও বস্তুতে পশ্চাদমুখী কক্ষপথে স্থাপন করতে যে দূরত্বের প্রয়োজন, নেপচুন থেকে সেই দূরত্বের কাছাকাছি অবস্থিত। স্যামাথি ও নিসোর (এস/২০০২ এন ৪) কক্ষীয় স্থিতিমাপের সাদৃশ্য ইঙ্গিত করে যে, সম্ভবত দু’টি উপগ্রহই কোনও একক বৃহত্তর প্রাকৃতিক উপগ্রহের ধ্বংসাবশেষ থেকে উৎসারিত হয়েছে।[৪] সৌরজগতের যতগুলি প্রাকৃতিক উপগ্রহ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে স্যামাথি ও নেসোর দূরত্বই মূল গ্রহের থেকে সর্বাধিক।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ JPL (২০১১-০৭-২১)। "Planetary Satellite Discovery Circumstances"। Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৪।
- ↑ Green, Daniel W. E. (সেপ্টেম্বর ৩, ২০০৩)। "Satellites of Neptune"। IAU Circular। 8193। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৪।
- ↑ Jacobson, R. A. (২০০৮)। "NEP078 - JPL satellite ephemeris"। Planetary Satellite Mean Orbital Parameters। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৩।
- ↑ ক খ গ Sheppard, Scott S.; Jewitt, David C.; Kleyna, Jan (২০০৬)। "A Survey for "Normal" Irregular Satellites around Neptune: Limits to Completeness"। The Astronomical Journal। 132: 171–176। arXiv:astro-ph/0604552 । ডিওআই:10.1086/504799। বিবকোড:2006AJ....132..171S।
- ↑ Marsden, Brian G. (২০০৩)। "MPEC 2003-R19 : S/2003 N 1"। Minor Planet Center, Smithsonian Astrophysical Observatory। সংগ্রহের তারিখ ২০১১-০১-০৮।
- ↑ Sheppard, Scott S.। "Neptune's Known Satellites"। Department of Terrestrial Magnetism (Carnegie Institution of Washington)। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৩।
- ↑ Schmude, Richard, Jr. (২০০৮)। Uranus, Neptune, Pluto and How to Observe Them। Springer। পৃষ্ঠা 106। আইএসবিএন 0-387-76601-4।