বিষয়বস্তুতে চলুন

গাই বার্নেট (ব্রিটিশ রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিকোলাস গাই বার্নেট (২৩ আগস্ট ১৯২৮ - ২৪ ডিসেম্বর ১৯৮৬) একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৬২ সালে উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ১৯৬৪ সালে অনির্বাচন না হওয়া পর্যন্ত এবং পরে ১৯৭১ সালের উপনির্বাচন থেকে তার মৃত্যু পর্যন্ত গ্রিনিচের সংসদ সদস্য ছিলেন।

সংসদীয় কর্মজীবন

[সম্পাদনা]

১৯৫৯ সালে স্কারবোরো এবং হুইটবিতে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পর, বার্নেট ১৯৬২ সালের নভেম্বরে একটি উপ-নির্বাচনে দক্ষিণ ডরসেটের এমপি হিসেবে নির্বাচিত হন।[] পরে বর্তমান কনজারভেটিভ এমপি ভিক্টর মন্টাগু স্যান্ডউইচের আর্ল হিসেবে পিয়ারেজের কাছে সফল হন। বার্নেট ১৯৬৪ সালের সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার কারণে সংক্ষিপ্তভাবে আসনটি ধরে রেখেছিলেন।[]

ব্রিটিশ রেলের চেয়ারম্যান হওয়ার জন্য বর্তমান লেবার এমপি রিচার্ড মার্শের পদত্যাগের পর ১৯৭১ সালের জুলাইয়ে একটি উপ-নির্বাচনে গ্রিনউইচের এমপি হিসাবে তিনি সংসদে ফিরে আসেন এবং ১৯৮৬ সালের বড়দিনের প্রাক্কালে তার মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটি ধরে রাখেন। পরবর্তী ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে উপনির্বাচনে এসডিপি প্রার্থী রোজি বার্নস জয়লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "For an account of the 1962 by-election see article on Dorset Life website."। ৩ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৮ 
  2. "Mr Guy Barnett"The Times। ২৭ ডিসেম্বর ১৯৮৬। পৃষ্ঠা 22। 
  3. Barnett's contributions to the House of Commons recorded in Hansard

বহিঃসংযোগ

[সম্পাদনা]