S. M. Hasan's Reviews > দ্য লটারি টিকেট
দ্য লটারি টিকেট
by
by
ছেলে জয়েল, মেয়ে হালদাকে নিয়ে একটা হোটেল চালান ডেম হ্যানসন। মেয়ের বিয়ে ঠিক হয়ে রয়েছে তার খালাতো ভাই ওলি ক্যাম্পের সাথে। মাছ ধরতে জাহাজ নিয়ে বের হয় ওলি ক্যাম্প। উদ্দেশ্য মাছ ধরে টাকা জমিয়ে বিয়েটা সেরে ফেলা। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও ফিরে আসে না সে। একদিন একটা চিঠি আসে, যেটা ছিল ওলি ক্যাম্পের চিঠি। চিঠিটি ওলি তার বাগদত্তা হালদাকে পাঠিয়েছিলো যখন তার জাহাজটি ডুবে যায় তখন, একটি বোতলে করে। পরে অন্য জাহাজ সেই চিঠি পেয়ে তা হালদার কাছে পৌছে দেয়। চিঠিতে ছিল একটি লটারির টিকিট। ঘটনাক্রমে বিখ্যাত আইনের প্রফেসর সিলভিয়াসকে প্রাণে রক্ষা করে হালদা ও জয়েল। কৃতজ্ঞতাস্বরুপ তাদের দুঃসময়ে পাশে দাঁড়ান তিনি। চেষ্টা চালিয়ে যেতে থাকেন ওলির খবর বের করার।
জুল ভার্নের অন্য সাধারণ বইগুলোর মত নয়, বলা চলে খানিকটা ভিন্ন ধর্মের। অনুবাদ ভালো ছিল। বইটই অ্যাপ এর মাধ্যমে পড়লাম
জুল ভার্নের অন্য সাধারণ বইগুলোর মত নয়, বলা চলে খানিকটা ভিন্ন ধর্মের। অনুবাদ ভালো ছিল। বইটই অ্যাপ এর মাধ্যমে পড়লাম
Sign into Goodreads to see if any of your friends have read
দ্য লটারি টিকেট.
Sign In »
Reading Progress
April 17, 2021
–
Started Reading
April 17, 2021
– Shelved
April 21, 2021
–
Finished Reading