বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Subhajitbn (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:২০, ৮ মে ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

এই পাতাটি ব্যবহারকারীরা তাদের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন। একাউন্ট তৈরির সময় যে নাম ব্যবহার করেছিলেন সেই নামটি যদি পরিবর্তন করতে চান তাহলে এই পাতাতে আবেদন করুন। আপনার আবেদন বৈশ্বিক নামপরিবর্তনকারী দলের সদস্যদের দ্বারা সম্পন্ন হবে, যদি নতুন অনুরোধকৃত নামটি এখনো কোন উইকিমিডিয়া প্রকল্পে কেউ ব্যবহার না করে থাকে

ব্লক বা বাধাদানকৃত একাউন্ট

আপনার ব্যবহারকারী নামটি আমাদের ব্যবহারকারী নামের নীতিমালা (উদাহরণস্বরুপ: প্রচারমূলক, "বাস্তব" কোন গ্রুপ বা সংস্থার সঙ্গে সম্পর্কিত, বিভ্রান্তিমূলক, আক্রমণাত্মক ইত্যাদি) অনুসরণ না করলে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসকগণ সংশ্লিষ্ট একাউন্টটিতে বাধাপ্রদান করে থাকেন। আপনি এরকম বাধার সম্মুখীন হলে আপনার ব্যবহারকারী নামটি পরিবর্তনের অবেদন করতে পারেন। নাম পরিবর্তনের জন্য আপনার আলাপ পাতার নির্দেশনা অনুসরণ করুন অথবা এই ফর্মটি ব্যবহার করুন। নীতিমালা অনুসারে আপনার নামটি নতুন নামে পরিবর্তন হওয়ার পর বাধা অপসারণ করা হবে। এই অনুচ্ছেদটি শুধুমাত্র যাদের একাউন্ট বাধাদানকৃত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ব্যবহারকারীগণ নিচের নির্দেশনা অনুসরণ করুন।

নির্দেশনা

নিজের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য আবেদনের পূর্বে অবশ্যই:

  1. ব্যবহারকারী নামের নীতি পাতাটি পড়ে নিন।
  2. অবেদনের পূর্বে এখানে অনুসন্ধান করে যাচাই করে নিন আপনার অনুরোধকৃত নামটি পূর্বেই কেউ ব্যবহার করছে কিনা। যদি অনুসন্ধানে অন্য কোন প্রকল্পেও কোন ফলাফল প্রদর্শন করে তাহলে আপনি অন্য একটি নামে চেষ্টা করুন।
  3. এখানে আবেদনের পূর্বে আপনার বর্তমান একাউন্টে লগ-ইন (প্রবেশ) করুন। আপনি যদি প্রবেশ অবস্থায় না থাকেন তাহলে অনুরোধটি বাতিল বলে বিবেচনা করা হবে
  4. নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন
    • নতুন= -এর পর আপনার আকাঙ্ক্ষিত নতুন নামটি যুক্ত করুন
    • কারণ= -এর পর নাম পরিবর্তনের একটি কারণ যুক্ত করুন
  5. নিশ্চিত হয়ে নিন আপনি নামগুলো সঠিকভাবে লিখেছেন। এরপর পাতাটি সংরক্ষণ করুন।
  6. যাদের অধিক সম্পাদনাযুক্ত একাউন্ট রয়েছে তাদের এই আবেদনটি করার পরপরই একাউন্ট থেকে লগ-আউট বা প্রস্থান করা উচিত।
  7. আবেদনের পর এই পাতাটি মাঝে মাঝে ব্রাউজ করুন, এমন হতে পারে আপনার আবেদনটি সম্পন্ন করতে নাম পরিবর্তনকারী দলের কিছু জিজ্ঞাসা থাকতে পারে।
বর্তমান আবেদন


MD._KAZI_SHAHINAHA_MOID_SUNNY → MD._KAZI_SHAHINSHA_MOID_SANI

   ব্যর্থ

@MD. KAZI SHAHINAHA MOID SUNNY: কেউ একজন করে দিবেন। আর বাংলা ভাষা ব্যবহারে মনযোগী হবে বলে আশা করি। বাংলা মনে না থাকলে অভিধান দেখতে নিতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪০, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
এই নামে ইতিমধ্যে একটি একাউন্ট আছে। দয়া করে বিশেষ:কেন্দ্রীয়_প্রমাণী ক্লিক করে আপনি যে নামটি নিতে চান তা লিখুন, যদি দেখায় যে নামটি পাওয়া যাচ্ছে না। তারমানে সেটি নিতে পারবেন। যদি নাম ফলাফল দেখায় তাহলে নামটি অন্যকেউ আগেই ব্যবহার করছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৯, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
গ্রহণ করা হয়নি। কোন উত্তর নেই। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৫, ১৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

GoArifcom → ArifHossain

   সফল

করা হয়েছে। দয়া করে নতুন নামে প্রবেশ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৬, ২৩ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মোঃ জাকারিয়া আহমেদ → Md.Zakaria Ahmed.Noapara

   সফল

করা হয়েছে। দয়া করে নতুন নামে প্রবেশ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩৬, ২৩ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Bong guy → বঙ্গীয় ব্যক্তি

   সফল

করা হয়েছে। নতুন নামে প্রবেশ করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫২, ২৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wakim32 → WAKIM

   সফল

এই নামে ইতিমধ্যে একটি একাউন্ট আছে। দেখুন। দয়া করে বিশেষ:কেন্দ্রীয়_প্রমাণী ক্লিক করে আপনি যে নামটি নিতে চান তা লিখুন, যদি দেখায় যে নামটি পাওয়া যাচ্ছে না। তারমানে সেটি নিতে পারবেন। যদি নাম ফলাফল দেখায় তাহলে নামটি অন্যকেউ আগেই ব্যবহার করছেন। ~মহীন (আলাপ) ১৩:০৫, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: আমি আবেদনের আগে কেন্দ্রীয় প্রমাণীতে চেক করেছিলাম, সেখানে দেখিয়েছিল "WAKIM" নামে কোন বৈশ্বিক অ্যাকাউন্ট নাই। তাই আমি এই নামটির জন্য আবেদন করেছিলাম। ওয়াকিম (আলাপ) ১৭:৩৭, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wakim32: দেখুন ~মহীন (আলাপ) ১৭:৩৯, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ওইটা দেখেছি। তাই আমি বড় হাতের অক্ষরে চেয়েছিলাম, যেমন এটাওয়াকিম (আলাপ) ১৭:৪৯, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
করে দিয়েছি। যেহেতু ওই ব্যবহারকারীর একাউন্টটি বৈশ্বিক নয় এবং সম্পাদনাও তেমন নেই। তাই প্রায় একই ধরণের হলেও সমস্যা নেই। কিছুক্ষণ সময় লাগতে পারে শেষ হতে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৮, ৩০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Ajantrik → subhajitbn

   প্রক্রিয়াধীন