গার্ল, ইন্টারাপ্টেড (চলচ্চিত্র)
গার্ল, ইন্টারাপ্টেড (ইংরেজি: Girl, Interrupted) হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন নাট্য চলচ্চিত্র। এর কাহিনী গড়ে উঠছে একজন কিশোরী ১৮ মাস একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে অবস্থানের ঘটনা নিয়ে। একটি সত্যিঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। আর ঘটনাটি ঘটেছিলো লেখক সুসানা কায়জেনের জীবনে। আর কায়জেনের লেখা আত্মকথন গার্ল, ইন্টারাপ্টেড থেকেই ছবিটির চলচ্চিত্ররূপ তৈরি হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেমস ম্যানগোল্ড, আর চলচ্চিত্ররূপ দিয়েছেন ম্যানগোল্ড, অ্যানা হ্যামিল্টন ফেলান, এবং লিসা লুমার। এছাড়া সঙ্গীত পরিচালনায় ছিলেন মাইকেল ড্যানা।
গার্ল, ইন্টারাপ্টেড | |
---|---|
পরিচালক | জেমস ম্যানগোল্ড |
প্রযোজক | ডগলাস উইক ভিনোনা রাইডার |
রচয়িতা | জেমস ম্যানগোল্ড লিসা লুমার অ্যানা হ্যামিলটন ফেলান |
শ্রেষ্ঠাংশে | ভিনোনা রাইডার অ্যাঞ্জেলিনা জোলি ক্লেয়া ডুভাল ব্রিটানি মারফি জেরার্ড লেটো এলিজাবেথ মস ট্র্যাভিস ফাইন ভেনেসা রেন্ডগ্রেইভ হুপি গোল্ডবার্গ |
সুরকার | মাইকেল ড্যানা |
চিত্রগ্রাহক | জ্যাক এন. গ্রিন |
সম্পাদক | কেভিন টেন্ট |
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি | ১৪ জানুয়ারি, ২০০০ |
স্থিতিকাল | ১২৭ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ২ কোটি ৪০ লাখ ডলার[তথ্যসূত্র প্রয়োজন] |
আয় | ২৮,২৮,৭১,০০০ ডলার[তথ্যসূত্র প্রয়োজন] |
লেখকের মতামত
সম্পাদনাচলচ্চিত্রটির মূল উপন্যাসের লেখক, সুসানা কায়জেন চলচ্চিত্রটির সমালোচনা করেন। তিনি পরিচালক ম্যানগোল্ডকে ‘উত্তেজিত বোকা’ বলে অভিযুক্ত করেন, কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, পরিচালক এমন কিছু প্লটের অস্তিত্ব ছবিটিতে এনেছেন মূল বইতে যার কোনো অস্তিত্বই নেই। উদাহরণস্বরূপ, লিসা, যাঁর সাথে সুসানা দৌড়াতেন—এই চরিত্রটিকে সুসানা সম্পূর্ণ কাল্পনিক বলে আখ্যায়িত করেন।[১]
পুরস্কার
সম্পাদনা- একাডেমি পুরস্কার
- সেরা পার্শ্ব অভিনেত্রী — অ্যাঞ্জেলিনা জোলি
- গোল্ডেন গ্লোব পুরস্কার
- সেরা পার্শ্বঅভিনেত্রী (চলচ্চিত্র) — অ্যাঞ্জেলিনা জোলি
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার
- সেরা পার্শ্ব অভিনেত্রী — অ্যাঞ্জেলিনা জোলি
চিত্র ধারণ
সম্পাদনাযুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ার মেকানিশবার্গের প্রধান রাস্তাগুলোতে এই চলচ্চিত্রটি কাজ হয়। সেই সাথে হ্যারিসবার্গ শহরের হ্যারিসবার্গ স্টেট হসপিটালেও দৃশ্যধারণের কাজ হয়। মেকানিশবার্গকে বেছে নেওয়ার কারণ ছিলো, শহরটি এখনো অনেকটা পুরোনো ধাঁচের, এবং এর ঔষধের দোকানগুলো খুবই সাধারণ, নাম শুধু Drugs বা ঔষধ, এ সবকিছু ছবিটির জন্য প্রয়োজনীয় পুরোনোদিনের আবহ আনতে সহায়ক ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Danker, Jared. "Susanna Kaysen, without interruptions"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], The Justice, February 4, 2003.
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভ��� ডেটাবেজে গার্ল, ইন্টারাপ্টেড (ইংরেজি)
- অলমুভিতে গার্ল, ইন্টারাপ্টেড (ইংরেজি)
- রটেন টম্যাটোসে গার্ল, ইন্টারাপ্টেড (ইংরেজি)